... what Bengal thinks today...
BRI is a voluntary educational initiative working to facilitate education, necessary training and relevant hands-on experiences for volunteers interested in research works focused on Bengal, Bengali and Bengaliness. The initiative began its journey on 22 June 2019. The initiative currently consists of researchers, academics and enthusiasts from around the world; united by their love and commitment for Bengal and Bengalis. Different research projects are currently ongoing under five (05) different research themes, from supervision to field-work of which are carried out on a voluntary basis. All the necessary training and logistic supports for these projects are afforded from the donations made by the members. BRI welcomes any new project proposals those fall under its research themes. In that case, based on the membership application made by the interested researcher, the project is scrutinised and accepted. Furthermore, BRI welcomes individuals who intend to join as donor members for any ongoing projects. The organisation is also involved with relevant social activism; BRI welcomes membership applications from volunteers who are interested in these projects or to assist the creative and technical team of the organisation.
Official motto:
... what Bengal thinks today...
Official logo:
As on the top of this page.
_______________
বিআরআই একটি স্বেচ্ছাসেবাভিত্তিক শিক্ষামূলক উদ্যোগ যা বাংলা, বাঙালি ও তদসংশ্লিষ্ট বিষয়ে গবেষণাকর্মে আগ্রহী স্বেচ্ছাসেবীদেরকে গবেষণাবিষয়ক শিক্ষা, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সম্যক গবেষণা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কাজ করছে। গত ২২ জুন ২০১৯ সালে যাত্রা শুরু করে এই গবেষণা উদ্যোগটি। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালি গবেষক, অধ্যাপক, পেশাজীবি ও উৎসাহী ব্যক্তিবর্গ এই উদ্যোগের সাথে যুক্ত আছেন বাংলা ও বাঙালির প্রতি তাঁদের ভালোবাসা ও কর্তব্যবোধের ভিত্তিতে। বাঙালিত্ব সম্পর্কিত পাঁচটি (০৫) বিভিন্ন বিষবস্তুর উপর একাধিক গবেষণা প্রকল্প বর্তমানে চলমান, যার তত্ত্বাবধায়ণ থেকে শুরু করে মাঠকর্ম পর্যন্ত সবই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পন্ন করা হয়। গবেষণা কর্মে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তাদি সংগঠনের সদস্যবৃন্দের চাঁদার মাধ্যমে নির্বাহ করা হয়। বাঙালিত্ব গবেষণা উদ্যোগ তাদের গবেষণা বিষয়বস্তুর আওতায় পড়ে এমন যেকোনো নতুন প্রকল্পের ব্যাপারে গবেষণা প্রস্তাবকে স্বাগত জানায়। সেক্ষেত্রে, সংগঠনের সদস্যপদের জন্য আগ্রহী গবেষক'এর আবেদন এর প্রেক্ষিতে প্রস্তাবিত প্রকল্প যাচাই ও গৃহীত হয়। তাছাড়া, চলমান প্রকল্পসমূহে দাতা সদস্য হিসেবে যুক্ত হতে চাইলেও সে স্বদিচ্ছাকে বাঙালিত্ব গবেষণা উদ্যোগ স্বাগত জানায়। এছাড়াও এ সংগঠন বাঙালিত্ব সম্পর্কিত কিছু প্রাসঙ্গিক সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত, আগ্রহী স্বেচ্ছাসেবকগণ এই উদ্যোগগুলোর সাথে কিম্বা সংগঠনের প্রযুক্তি ও সৃষ্টিশীলতায় সহায়তার জন্য জড়িত হতে চাইলে তাদের কাছেও সদস্যপদে আবেদন'কে BRI স্বাগত জানায়।